Wednesday , June 26 2024
Breaking News

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অডিটর সেবা সপ্তাহ উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকি বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তিনদিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম হায়দারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা প্রকৌশলী যুবায়েদ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিবুল হক, খাদ্য নিয়ন্ত্রক ইউসুফ খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমবায় অফিসার শাহানা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল ওয়ালিউল ইসলাম উল্লাস, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ শুভ্র প্রমুখ।

About admin

Check Also

বাংলাদেশ ভূমিকম্পে কাঁপল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও বাংলাদেশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *