Saturday , May 18 2024
Breaking News

সিরিয়ায় ইরানি স্থাপনায় আবারও বিমান হামলা ইসরায়েলের

সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো অবৈধভাবে হামলা চালালো দেশটি।

সিরিয়ার সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দামেস্কের আশপাশে কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আগ্রাসনের মোকাবিলা করেছে এবং বেশির ভাগ ধ্বংস করতে সক্ষম হয়।ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত শুক্র ও সোমবার একইভাবে বিমান হামলা চালালে এক সেনা আহত হন বলে দাবি করে সিরীয় সেনাবাহিনী।তেল আবিব দাবি করেছে, সিরিয়ার মিত্র ইরানের ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে সমর্থনে দেশটিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছে ইরান। যদিও এ প্রসঙ্গে দামেস্ক ও তেহরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About admin

Check Also

প্রেসিডেন্ট নির্বাচিত না হলে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেব: ট্রাম্পের হুঁশিয়ারি

বিদেশ ডেস্কঃ  গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটিতে ব্যাপক সহিংসতা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *