Wednesday , June 26 2024
Breaking News

কিশোরগঞ্জে ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

কিশোরগঞ্জে লাখ ২১ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের চার লাখ ৬১ হাজার ৫০০ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে লাল রঙের ক্যাপসুল।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. একরাম উল্লাহসহ অন্যান্য চিকিৎসকরা।

প্রধান অতিথি একটি শিশুকে ভিটামিন প্লাস ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁজে খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন।

About admin

Check Also

বাংলাদেশ ভূমিকম্পে কাঁপল

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও বাংলাদেশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *