Wednesday , June 26 2024
Breaking News

নারীদের মুক্তির পথ সুগম করেছেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ

নারীদের মুক্তির পথ সুগম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৪৮টি পদের বিপরীতে দেড় হাজারের বেশি আবেদন নারী জাগরণের প্রতীক।

 

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। তারা সবক্ষেত্রে কাজ করে যাচ্ছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজ বিশ্বব্যাপী বাংলাদেশ একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে এটা কেউ ভাবতে পারেনি। নানা বিশৃঙ্খলা কাটিয়ে আওয়ামী লীগের পথ চলা। সুনির্দিষ্ট লক্ষ্য, আদর্শ নিয়ে যে এগিয়ে যাওয়া যায়, তা আমরা দেখিয়ে দিয়েছি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নিজে কি পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।

 

এর আগে দেশের আটটি বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা সকালে গণভবন গেটে পৌঁছান। ফরমের স্লিপ অংশ দেখিয়ে তারা গণভবনে প্রবেশ করেন।

 

সকাল সাড়ে দশটা নাগাদ দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এবার ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১৫৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। তিনদিনে ১৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে সাক্ষাৎ করতে ডাকেন।

 

আজ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শেষে বেলা ১২টায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড বসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূএঃ প্রতিদিনের সংবাদ

About admin

Check Also

এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি আমরা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন ১৯৯৬ সালে ক্ষমতা এলাম তখন কম্পিউটার শিক্ষার ওপর জোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *