Sunday , May 5 2024
Breaking News

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্তমান ও সাবেক এমপির সামনে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্তমান ও সাবেক এমপির সামনে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহবুবুর রহমান ফানুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ স্থানীয় করগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে বিষয়টি মীমাংসার সালিশ বসে। এসময় কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালীন হঠাৎ দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে সালিশ পণ্ড হয়ে যায়।

৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান ফানু বলেন, ‘সালিশে সবাই ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে দোষী সাব্যস্ত করেন। এতে তার ভাতিজা সুমন মোল্লা, ফাহাদ মোল্লা ও আঙ্গুরসহ তার পক্ষে লোকজন আমাদের লোকের ওপর দেশীয় অস্ত্র ও চেয়ার দিয়ে হামলা চালান। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন, সালিশ চলাকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন উত্তেজনামূলক কথা বলেন। তাতেই এ অবস্থার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে আমার কাছে খবর নেই।

করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার নিজস্ব পালিত গুন্ডাবাহিনী রয়েছে। এই গুন্ডাবাহিনীই সাধারণ লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা হয়নি।

 

About admin

Check Also

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রলীগ। এ সময় তীব্র তাপদাহ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *