Saturday , May 18 2024
Breaking News

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলাকে রেলপথের সাথে যুক্ত করা হবে : রেলমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকীম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলাকে রেলপথের সাথে যুক্ত করা হবে। আর কিছুদিন পরেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন চালু হবে। যার লক্ষ্যে, রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে। এছাড়াও রেল সম্প্রসারণের জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে ট্রেনযোগে রাজবাড়ী রেলস্টেশনে এসে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উওরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ছাড়াও ১০৫ একর জমি নিয়ে রাজবাড়ীতে রেলের একটি বড় কারখানা নির্মাণ করা হবে যা সৈয়দপুরের কারখানার থেকেও বড়। এ কারখানায় রিপেয়ারিং, মেইনটেইনেন্সসহ বগি তৈরির ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমাদের রাজবাড়ী বাসীর জন্য একটি বড় ব্যাপার। এছাড়াও এসময় রাজবাড়ীতে নতুন একটি আধুনিক রেলস্টেশন করার ঘোষণাও দেন তিনি।
পরে রাজবাড়ীর রেলস্টেশন পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলমন্ত্রী মো.জিল্লুল হাকীমকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর বিকাল চারটায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পৌর শহরের আজাদী ময়দানে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে এসেছেন। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করেন। সকাল ১০টা ৫০ মিনিটে তিনি রাজবাড়ী রেলস্টেশনে এসে  পৌঁছান।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলমন্ত্রী ও তার স্ত্রী সাঈদা হকিমকে ফুল দিয়ে বরণ করে নেন।

About admin

Check Also

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

নিজেস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাসের হার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *