Saturday , May 18 2024
Breaking News

রাজধানীতে স্বস্তিতে ফিরছে মানুষ

নিউজ ডেস্ক

রবিবার ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। যানজট না থাকায় নির্ধারিত সময়েই গন্তব‌্যে পৌছাচ্ছে বাসগুলো।

তবে যাত্রীদের বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে। তারা জানান, ঈদ বকশিসের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো। তবে যাত্রীরা বলছেন সার্বিকভাবে এবারের ঈদযাত্রা ভালো হয়েছে।

যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষ হওয়ায় তারা চলে এসেছেন ঢাকায়। অনেকেই বাড়তি ছুটি বৃহস্পতিবার পর্যন্ত নিয়েছেন। এজন্য ফেরার চাপ আগামী বৃহস্পতি ও শুক্রবার বাড়তে পারে।

এদিকে ঈদের ছুটি শেষ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা ঈদের ছুটিতে ডিউটি করেছেন, তারা যাচ্ছেন বাড়িতে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূএঃ প্রতিদিনের সংবাদ।

About admin

Check Also

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

নিজেস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাসের হার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *