Saturday , May 18 2024
Breaking News

আগামী ২২ মার্চ আইপিএলের ১৭তম আসর শুরু

স্পোর্টস ডেস্কঃ

ইপিএলের আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হয় গত বছরের ডিসেম্বরে। এবার ক্রিকেটের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর চূড়ান্ত তারিখ প্রকাশ করেছে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। উক্ত টুর্নামেন্টের ১৭তম আসর শুরু হবে এবার।

জানা গেছে, আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের আসন্ন আসরের। নির্বাচনের কারণে এবারের আসর ভারতের মাটিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও ধুমাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরের মাটিতেই বসবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

 

প্রাথমিকভাবে কেবল প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হবে বলে জানান লিগ চেয়ারম্যান। বাকি খেলার সূচি চূড়ান্ত করা হবে নির্বাচনের তারিখ ঘোষণার পর।

ধুমাল বলেন, ‘আমরা টুর্নামেন্ট ২২ মার্চ শুরু করতে চাচ্ছি। সরকারি সংস্থাগুলোর সঙ্গে আমরা নিবিড়ভাবে যোগাযোগ রাখছি। প্রথমে শুরুর দিকের সূচি প্রকাশ করবো। পুরো টুর্নামেন্টই হতে যাচ্ছে ভারতে। লোকসভা নির্বাচনের তারিখ আগামী মাসের শুরুতেই ঘোষণা হবে বলে ধারণা করা হচ্ছে।

আইপিএলের ইতিহাসে কেবল একবারই পুরো টুর্নামেন্ট হয়েছিল বিদেশের মাটিতে। ২০০৯ সালের সেই আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ২০১৪ সালে বেশ কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল নির্বাচনের কারণে। ধারণা করা হচ্ছে, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৬ মে।

About admin

Check Also

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

নিজেস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাসের হার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *