Saturday , May 18 2024
Breaking News
close up of a mobile phone with hand showing camouflage cuff.

ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর বের করার উপায় কী?

ডেস্ক প্রযুক্তিঃ

মোবাইল ফোনে থাকা অনেক গুরুত্বপূর্ণ ফোন নম্বর আমরা হারিয়ে ফেলি বা ভুল করে ডিলিট করে ফেলি। অনেক চেষ্টার পরেও সেই নম্বরগেুলো খুঁজে পাইনা। বুঝতে পারি না সেই নম্বর কোথা থেকে খুঁজে পাবো।

কয়েকটি পদক্ষেপ অনুসরণ করলেই আমরা ফিরে পেতে পারি হারিয়ে যাওয়া বা ভুল করে ডিলেট হয়ে যাওয়া নম্বরগুলো। চলুন তাহলে জেনে নেই কিভাবে ফিরে পাবো হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো।

 

যেভাবে ফিরিয়ে আনবেন

১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন। এর পর
২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।
৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।
৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।
৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।
৬. তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই  ডিলিট হওয়া  সমস্ত কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

এছাড়া ফোন ব্যাকআপ থেকেও ডিলিট হওয়া নম্বর ফিরে পাওয়া যায়। যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।

১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।
২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।
৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।
৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

 

 

সূএঃ চ‌্যানেল ২৪

About admin

Check Also

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার যে শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

নিজেস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে জেলায় গড় পাসের হার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *