Sunday , May 5 2024
Breaking News

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রলীগ। এ সময় তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় বৃক্ষরোপণ করে সংগঠনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র দাবদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের তত্ত্বাবধানে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় বৃক্ষরোপণ করে নেতা-কর্মীরা।

ছবিঃ লুৎফুর রহমান নয়ন, সাংঘটনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাএলীগ।

 

এছাড়া গতকাল সোমবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে অপর একটি গ্রুপ।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

About admin

Check Also

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

দেশে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *