Sunday , May 5 2024
Breaking News

অপূর্ব ‘ইউএনও’ হচ্ছেন

ডেস্ক বিনোদনঃ

প্রেম-ভালোবাসা-বিয়েই শুধু নয়, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে! অপূর্ব আসছেন দীপ্ত প্লে’র পর্দায় সেই দেশপ্রেমের প্রমাণ মিলাতে।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’, যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে ফিল্মটিতে।

এটি আহসান হাবিবের দেওয়া গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

পরিচালক সৈয়দ শাকিল বলেন, আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ।

একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী কলাকুশলী সহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।

‘ইউএনও স্যার’ নির্মিত হয়েছে পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে। অপূর্ব ছাড়াও ফিল্মে সুহাসিনী অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়া সহ আরো অনেকেই অভিনয় করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

সূএঃ আমার সংবাদ

About admin

Check Also

তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

দেশে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *